সোমবার, ০৫ মে ২০২৫

|

বৈশাখ ২০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে আবারো ডাকাতি 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:১২, ৪ মে ২০২৫

আপডেট: ২৩:২০, ৪ মে ২০২৫

আড়াইহাজারে আবারো ডাকাতি 

ফাইল ছবি

আড়াইহাজারে উচিৎপুরা ইউনিয়নের টেগুরিয়া পাড়া এলাকায় এক বাড়ীতে ডাকাতি করে চলে যাবার সময় আরমান (২৬) নামে এক ডাকাতকে হাতে নাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। আটক ডাকাত আরমান উপজেলার মাহমুদপুর ইউনিয়নে আগুয়ান্দী  এলাকার লিয়াকতের পুত্র। তা ছাড়া একই রাতে আড়াইহাজার পৌর বাজারের খোরশিদ আলম মার্কেটের হারুণ ভূঁইয়ার ভ্যারাইটিজ ষ্টোরে চুরির ঘটনা ঘটেছে।  

গৃহকর্তা মৃত আনিস ডাক্তারের পুত্র আলআমিন জানান, রাত অনুমান আড়াইটার দিকে ২০/২৫ জনের একদল মুখোশ পরিহিত ডাকাত তার বাড়ীতে সশস্ত্র হামলা চালায় । এ সময় তারা ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ঘরে থাকা পরিবারের সদস্যদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে ও হাত পা বেঁধে নগদ  ১  লাখ টাকা, সাড়ে ৪ ভরি ওজনের স্বর্ণালংকার, চারটি মোবাইল সেট সহ অন্যান্য মালামাল লুটে নেয়। ডাকাত দল চলে যাবার সময় একটি অটো রিকসা নিয়ে চলে যাওয়ার সময় এলাকাবাসি ওই ডাকাতকে  অটো সহধরে ফেলে এবং তাকে  পুলিশে সোপর্দ করে। 

এদিকে উপজেলা সদর বাজারের  খোরশিদ আলম সুপার মার্কেটের একটি ভ্যারাইটজ ষ্টোরে টিনের চালা কেটে জামাকাপড়, জুতা, ইত্যাদী প্রায় ৪/৫ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। রিলোড নামের ওই দোকানের মালিক হারুণ ভূঁইয়া জানান, এর আগে এমন ঘটনা আর ঘটেনি। 

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সাইফুদ্দিন জানান, এই ঘটনায় থানায় মামলা হয়েছে।  এক ডাকাতকে জনতা আটক করেছে। বাকীদেরকে গ্রেফতারের এবং মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।