শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ২৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জের অপহৃত ব্যবসায়ী পটুয়াখালী থেকে উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:২১, ২ জুন ২০২৫

নারায়ণগঞ্জের অপহৃত ব্যবসায়ী পটুয়াখালী থেকে উদ্ধার

ফাইল ছবি

নারায়ণগঞ্জ থেকে মো. সোহাগ (৪০) নামে অপহৃত এক ব্যবসায়ীকে পটুয়াখালীর পায়রা বন্দর ফেরিঘাটে গাড়ির ভেতর থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে। এসময় তিনি শারীরিকভাবে অত্যন্ত দুর্বল ছিলেন।

মো. সোহাগ নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাসের জেনারেল গ্রুপের পরিচালক ও মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বলে জানা গেছে।  

সোমবার (২ জুন) পটুয়াখালীর পায়রা বন্দর ফেরিঘাটে একটি গাড়ির ভেতর থেকে হাত-পা বাঁধা  অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ জানান, সোমবার সকাল সাড়ে ১০টায় জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন পেয়ে পুলিশ পায়রা কুঞ্জ ফেরিঘাটে যায় এবং সেখানে একটি সাদা রঙের প্যারাডো (ঢাকা মেট্রো-ঘ ১৮-৭০৯৪) ও একটি প্রিমিও (ঢাকা মেট্রো-গ ৪২-৬৭৩২) গাড়ির কাছ থেকে সোহাগকে উদ্ধার করে।

স্থানীয়রা জানান, সকাল ৬টায় দুটি গাড়ি ফেরিঘাট এলাকায় আসে। প্রথমে সন্দেহ না হলেও চার ঘণ্টা পর একটি গাড়ির পেছন থেকে এক ব্যক্তিকে হাত নাড়তে দেখে স্থানীয়রা এগিয়ে যান। তখনই বোঝা যায়, তিনি অপহরণকারী চক্রের হাতে পড়েছিলেন।

পুলিশ জানায়, অপহরণকারীরা সোহাগকে নারায়ণগঞ্জ থেকে তুলে নিয়ে ঢাকার বিভিন্ন এলাকা ঘুরিয়ে বরিশাল হয়ে পটুয়াখালীতে ফেলে রেখে যায়। ধারণা করা হচ্ছে, গাড়ি ছিনতাই বা অর্থ আদায়ের উদ্দেশ্যে ওই ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছিল।

উদ্ধারের পর সোহাগকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দিয়ে নারায়ণগঞ্জ পুলিশের সহায়তায় তার স্ত্রীর কাছে হস্তান্তর করা হয়। পরে তারা হেলিকপ্টারে করে ঢাকায় ফিরে যান।

এই অভিযানে জেলা পুলিশ ছাড়াও সেনাবাহিনী ও ডিবি পুলিশের সদস্যরা যৌথভাবে কাজ করেন।

ঘটনার তদন্ত চলছে। এখন পর্যন্ত অপহরণকারীদের কাউকে গ্রেপ্তার করা না গেলেও পুলিশ বলছে, গাড়িগুলোর মালিকানা ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শিগগিরই অপরাধীদের শনাক্ত করা সম্ভব হবে।