শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

|

শ্রাবণ ২৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

যেসব এলাকায় গ্যাস থাকবে না বৃহস্পতিবার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৪৩, ৭ আগস্ট ২০২৫

যেসব এলাকায় গ্যাস থাকবে না বৃহস্পতিবার

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জে পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (৬ আগস্ট) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকার নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় সাইনবোর্ড-পাসপোর্ট অফিস-মৌচাক বাসস্ট্যান্ড-বউ বাজার ব্রিজ-গোদনাইল-এনায়েতনগর-সিদ্ধিরগঞ্জ-নারায়ণগঞ্জ অংশে গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজ চলবে। এ কারণে ওই দিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্যাস সরবরাহ বন্ধ থাকবে— সিদ্ধিরগঞ্জ, চিটাগাং রোড, মিজমিজি, চৌধুরীবাড়ি, বাতেনপাড়া, মৌচাক, পাসপোর্ট অফিস, লাকি বাজার, বউ বাজার, হাজীগঞ্জ, ওয়াবদারপুল ও চেয়ারম্যানবাড়ি এলাকায়। বন্ধ ঘোষিত এলাকার আশপাশেও গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস।

গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশও করেছে তিতাস।