
মোঃ কবির হোসেন
নারায়ণগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মোঃ কবির হোসেনকে (৪৯) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ আগষ্ট) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি মোঃ কবির হোসেন (৪৯) আড়াইহাজার থানার লক্ষীপুরা গ্রামের মৃত আঃ করিমের ছেলে।
এর আগে আড়াইহাজারের খাগকান্দা ইউনিয়ন থেকে কবির হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।
আড়াইহাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সাইফুউদ্দীন জানান, ডাকাত চক্রের সদস্য মোঃ কবির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নরসিংদী, ফরিদপুর ও নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানা, সোনারগাঁও থানায় ১৩টি মামলা বিচারাধীন আছে।