
ফাইল ছবি
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, আমরা গত ২৯ জুলাই এ কাজ শুরু করেছি। আমরা ইতিমধ্যে ১২শ ট্রাক ময়লা এখান থেকে অপসারণ করেছি। কিন্তু দুঃখের বিষয় ময়লা তোলার পরেই মানুষ আবারও খালে ময়লা ফেলছে। এভাবে চলতে থাকে আমরা ট্রাকে ট্রাকে ময়লা পরিষ্কার করলেও এর ফলাফল আসবে না।
বৃহস্পতিবার (৭ জুলাই) ডিএনডি এলাকায় খাল দূষণমুক্ত রাখতে সাইনবোর্ড স্থাপন, লিফলেট বিতরণ ও মাইকিং কার্যক্রম উদ্বোধন শেষে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আমরা খাল খননের কাজ শুরু করেছি। আমরা জানি জলাবদ্ধতা নারায়ণগঞ্জের একটি বড় সমস্যা। আমরা ইতিমধ্যে যেসমস্ত এলাকা জলাবদ্ধতায় আক্রান্ত সে এলাকাগুলো পরিদর্শন করেছি। টিম গঠন করে দিয়েছি পানি উন্নয়ন বোর্ডকে নিয়ে। মন্ত্রণালয়ের সহায়তা নিয়ে আমরা খাল পুনরুদ্ধার কার্যক্রম শুরু করেছি।
তিনি বলেন, আমাদের শহরে ৯২ কিলোমিটার খাল আছে এর ১৭ কিলোমিটার ব্লকেড হয়ে আছে। এই ১৭ কিলোমিটার খান পুনরুদ্ধার করতে না পারলে আমরা পানির প্রবাহ নিশ্চিত করতে পারছি না।
আমরা এসকল জায়গায় সাইনবোর্ড টানাচ্ছি, লিফলেট বিতরণ করছি। কিছু মানুষ ময়লা ফেলে নগরবাসীর ভোগান্তি সৃষ্টি করবে এটা হতে পারে না। আমরা এই খালগুলো পুনরুদ্ধার করে জলাবদ্ধতা সমস্যা সহনীয় করে আনতে চাই।