বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

|

কার্তিক ৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে ডাকাতি প্রস্তুতি মামলায় ২ জন গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:৪৬, ২৩ অক্টোবর ২০২৫

বন্দরে ডাকাতি প্রস্তুতি মামলায় ২ জন গ্রেপ্তার

ফাইল ছবি

বন্দরে ডাকাতির প্রস্তুতি মামলায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলো বন্দর থানার চৌরাপাড়া এলাকার শাহাবুদ্দিন মিয়ার ছেলে মিনহাজ (২৩) ও একই এলাকার সালাউদ্দিন মিয়ার ছেলে ইয়াছিন (২৩)। ধৃতদের বুধবার (২২ অক্টোবর) দুপুরে বন্দর থানার রুজুকৃত ৪০(৮)২৫ নং ডাকাতি প্রস্তুতি মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। গত বুধবার (২১ অক্টোবর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত রোববার (২৪ আগস্ট) দিবাগত রাত ২টায় বন্দর থানার দেওয়ানবাগস্থ বন্দর স্ট্রিল মিলের গেইটের সামনে রাস্তার উপরে ডাকাতি প্রস্তুতি ঘটনাটি ঘটে।

মামলার তথ্য সূত্রে জানা গেছে,  গত  রোববার রাত দেড় টার দিকে একদল ডাকাত দেশীয় অস্ত্র-সস্ত্র সহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুরাদপুরের  দেওয়ানবাগ এলাকায় অবস্থিত  বন্দর স্টিল মিলে সামনে সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।  এ সংবাদ পেয়ে টহল  পুলিশের তিনটি টিম ঘটনাস্থালে আসলে ওই সময় সংঘবদ্ধ ডাকাত দল  পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে  পালানোর চেষ্টা করে।   গ্রেপ্তারকৃত ডাকাতদের  প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য বলে স্বীকারোক্তি প্রদান করে।   তারা ডাকাতির উদ্দেশ্যে  অবস্থান করছিল।  পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জের বন্দরসহ দেশের বিভিন্নস্থানে ডাকাতির পাশাপাশি সন্ত্রাসী, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছিল ।