শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

|

কার্তিক ২৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে ফুটওভার ব্রিজে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:০৫, ১৪ নভেম্বর ২০২৫

সিদ্ধিরগঞ্জে ফুটওভার ব্রিজে আগুন

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ফুটওভার ব্রিজে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এঘটনায় একজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

শুক্রবার (১৪ নভেম্বর) ভোরে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার মাদানী নগর মাদ্রাসার সামনে ফুটওভার ব্রিজে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, ভোরে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার ফুট ওভার ব্রিজে টানানো বিএনপির ব্যানারে ও ফুটওভার ব্রিজে আগুন দেয় দুর্বৃত্তরা। এসময় একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা।

এবিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, আমরা খবর পেয়েছি। এবিষয়ে তদন্ত চলছে।