ফাইল ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গাউছিয়া বিসমিল্লাহ পেট্রোল পাম্প এলাকায় রবিবার (১৪ ডিসেম্বর) অভিযান চালিয়ে আড়াইহাজার উপজেলার বিশনন্দি ইউনিয়ন যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক মো. কামালকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত মো. কামাল বিশনন্দি ইউনিয়নের চৈতন কান্দা গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের বাদশা মিয়ার পুত্র বলে জানা গেছে।
এই বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিদর্শক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তবে গ্রেফতারের সুনির্দিষ্ট কারণ ও তার বিরুদ্ধে থাকা অভিযোগের বিস্তারিত এখনও জানানো হয়নি। গ্রেফতারকৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

