বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

|

পৌষ ১৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় চাঁদাবাজি নিয়ে গণপিটুনি, নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৪৭, ১ জানুয়ারি ২০২৬

ফতুল্লায় চাঁদাবাজি নিয়ে গণপিটুনি, নিহত ১

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কাশিপুর দেওভোগ নাগবাড়ী মোড়ে চাঁদাবাজির অভিযোগকে কেন্দ্র করে গণপিটুনিতে রায়হান খান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

বুধবার (১ জানুয়ারি) সকাল আনুমানিক ৭টার দিকে দেওভোগ নাগবাড়ি এলাকায় ফারুকের ফলের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

নিহত রায়হান খান মৃত বিল্লাল খানের ছেলে। তার মায়ের নাম রেখা বেগম। স্থায়ী ঠিকানা চাঁদপুর জেলার চাঁদপুর সদর থানাধীন বহরিয়া এলাকায়। তিনি বর্তমানে ফতুল্লা থানাধীন তাঁতীবাড়ি এলাকায় ইয়াসিন চৌধুরীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন সকাল ৭টার দিকে রায়হান স্থানীয় এক গ্যারেজ মালিকের কাছ থেকে ১ হাজার ৫০০ টাকা চাঁদা নেন। পরে একটি হোটেলের কর্মচারীর কাছে ৫ হাজার টাকা চাঁদা দাবি করলে ওই কর্মচারী দিতে অস্বীকার করেন। এতে ক্ষুব্ধ হয়ে রায়হান বাসা থেকে একটি দা এনে ওই কর্মচারীকে মারধর করেন। এ সময় উপস্থিত জনতা উত্তেজিত হয়ে রায়হানকে ঘিরে ধরে গণপিটুনি দেয়। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার মাথা ও কপালে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, নিহত রায়হান হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি ছিলেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাই ও মাদকসেবনের অভিযোগ রয়েছে। এছাড়া তার তিন ভাইয়ের বিরুদ্ধেও বিভিন্ন মামলা রয়েছে বলে স্থানীয়দের দাবি। দীর্ঘদিন ধরে তাদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ ছিল বলেও জানানো হয়।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, সকালে ৯৯৯ নম্বরে কল এবং স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে রায়হান খানকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।