ফাইল ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ইজিবাইক চার্জিং ও গ্যারেজের ম্যানেজারকে হাত-পা বেধে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় প্রায় ২০ লাখ টাকার ১৪০ ব্যাটারিসহ আনুষঙ্গিক যন্ত্রপাতি লুট করা হয়।
রোববার ১১ জানুয়ারি ভোর আনুমানিক পৌনে চারটায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি আব্দুল আলীর পুল এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী গ্যারেজ মালিক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগীর লিখিত অভিযোগ থেকে জানা যায়, গ্যারেজ মালিক গতকাল (শনিবার, ১০ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় অটোরিকশাগুলো থেকে দৈনিক আদায় করা টাকা গ্যারেজের ক্যাশ বাক্সে জমা রাখেন। পরে ম্যানেজার মো. রুবেলকে (৩০) গ্যারেজে রেখে বাসায় চলে যান তিনি।
ভোর পৌনে চারটায় ম্যানেজারের চিৎকার শুনে তিনি গিয়ে দেখেন, রুবেলের হাত-পা বাঁধা। রুবেল জানান, রাত আনুমানিক ২ টার দিকে অজ্ঞাতনামা একদল দুর্বৃত্তরা গ্যারেজে প্রবেশ করে তার হাত-পা ও মুখ বেঁধে ফেলে।
আরও জানা যায়, দুর্বৃত্তরা গ্যারেজে থাকা মিশুক, রিকশা ও বড় অটো মিলিয়ে মোট ২৮টি অটো থেকে ১৪০টি ব্যাটারি খুলে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ১৯ লাখ ৬০ হাজার টাকা। এছাড়া তালা ভেঙে ক্যাশ ড্রয়ারে থাকা আনুমানিক ৭০ হাজার টাকা এবং সিসি ক্যামেরার ডিভিআর নিয়ে যায়। সব মিলিয়ে লুটের পরিমাণ প্রায় ২০ লাখ ৩৩ হাজার টাকা।
ভুক্তভোগীর অভিযোগ, অজ্ঞাতনামা ডাকাতরা একটি পিকআপ ভ্যানে করে মালামাল নিয়ে পালিয়ে যায়। পরে আজ (রোববার, ১১ জানুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তারা মিয়া।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল বারেক মিয়া জানান, ইজি বাইকের গ্যারেজে ডাকাতির ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও লুট হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

