বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

|

মাঘ ১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে হতদরিদ্রদের মাঝে আমান গ্রুপের কম্বল বিতরণ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৩৩, ১৫ জানুয়ারি ২০২৬

সোনারগাঁয়ে হতদরিদ্রদের মাঝে আমান গ্রুপের কম্বল বিতরণ 

ফাইল ছবি

'হাতে হাত রেখে কাজ করি- উষ্ণতার বন্ধনে দেশ গড়ি'- এ স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের হাড়িয়া এলাকায় আমান ইকোনোমিক জোন এ  ৫ শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার সকালে এ কম্বল বিতরণ করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ থানার ওসি মো. মহিবুল্লাহ, সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুর এ ইয়াসিন নোবেল, আমান ইকোনোমিক জোনের মহা ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার মিজানুর রহমান সুমন, উপ মহাব্যবস্থাপক নাদিরুজ্জামান, 

আমান প্যাকেজিং লিমিটেডের উপ মহা ব্যবস্থাপক মো. দেলোয়ার হোসেন প্রমুখ। আমান ইকোনোমিক জোনের উপ মহাব্যবস্থাপক নাদিরুজ্জামান বলেন, আমান ইকোনমিক জোন ব্যবসায়ের পাশাপাশি সামাজিক কর্মকান্ডে সর্বদা জড়িত। প্রতি বছর  বৃক্ষরোপণ, অসহায় ও দূস্থদের মাঝে ত্রাণ বিতরণ, পরিবেশ সংরক্ষণ ও শীত বস্ত্র বিতরণসহ নানা ধরনের কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় শীতার্তদের মধ্যে ৫ শতাধিক হতদারিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।