বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

|

মাঘ ১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

অবৈধ কারখানার সংযোগ বিচ্ছিন্ন অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৪৭, ১৫ জানুয়ারি ২০২৬

অবৈধ কারখানার সংযোগ বিচ্ছিন্ন অভিযান

গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জে পরিবেশ দূষণ ও অবৈধ কার্যক্রমের অভিযোগে তিনটি কারখানার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে পরিবেশ অধিদপ্তর। 
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নারায়ণগঞ্জ সদর ও আশপাশের এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সুহা তাবিলের নেতৃত্বে গঠিত একটি যৌথ টিম এ অভিযান চালায়। অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ, ডিপিডিসি এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

অভিযানকালে সদর উপজেলার তিনটি অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এসব প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং বৈদ্যুতিক ও গ্যাস মিটার খুলে ফেলা হয়।

সংযোগ বিচ্ছিন্ন করা প্রতিষ্ঠানগুলো হলো, ইদ্রাকপুর ফতুল্লা এলাকার জে কে ফ্যাশন, যা পূর্বে কর্ণফুলি ডাইং নামে পরিচিত ছিল। প্রতিষ্ঠানটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সিদ্ধিরগঞ্জের লাকি বাজার এলাকার মদিনা ডাইংয়ের বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া ফতুল্লার কুতুবপুর থানাধীন দৌলতপুর এলাকার শাহানা এন্ড রুমা কনজ্যুমার প্রোডাক্ট নামের কয়েল প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানায়, পরিবেশ দূষণকারী ও অবৈধভাবে পরিচালিত কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।