ফাইল ছবি
নারায়ণগঞ্জ সদর এলাকায় ট্রেনে কাটা পড়ে বিপ্লব কুমার রায় (৫৪) নামে এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে নারায়ণগঞ্জ সদর থানাধীন গলাচিপা রেল ক্রসিংয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিপ্লব কুমার রায় বংশাল রোড এলাকার বাসিন্দা। তিনি ৩২ বংশাল রোডে বসবাস করতেন। তার পিতা মৃত বিধু ভূষণ রায় এবং মাতা মৃত রেখা রানী রায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের দিকে অসাবধানতাবশত ঢাকা থেকে নারায়ণগঞ্জ গামী একটি ট্রেনের নিচে পড়ে যান বিপ্লব কুমার রায়। এতে ঘটনাস্থলেই তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায় এবং তিনি তাৎক্ষণিকভাবে মারা যান।
খবর পেয়ে নারায়ণগঞ্জ রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। বর্তমানে মরদেহটি নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ রেল স্টেশন মাস্টার কামরুল ইসলাম জানান, নিহতের লাশ রেলওয়ে ফাঁড়িতে আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে।
রেলওয়ে পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনার পর লাশ সরিয়ে নেয়ার সময় পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিলো। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

