ফাইল ছবি
জমি ক্রয়-বিক্রয়ের নামে পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ওয়ারেন্টভুক্ত প্রতারক সাইদুর রহমান সুমনকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) মধ্যরাতে ফতুল্লা থানাধীন নন্দলালপুর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এপ্রসঙ্গে জানতে চাইলে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার মধ্যরাতে নন্দলালপুর এলাকা থেকে আসামী সাইদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, সাইদুর রহমান দীর্ঘদিন ধরে জমি ক্রয়-বিক্রয়ের মিডিয়েটর পরিচয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। অভিযোগ অনুযায়ী, জমি কিনে দেওয়ার আশ্বাস দিয়ে তিনি ভুক্তভোগীদের কাছ থেকে নগদ ও চেকের মাধ্যমে প্রায় পাঁচ কোটি টাকা গ্রহণ করেন। চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে জমি বুঝিয়ে না দিয়ে তিনি টাকা ফেরত না দিয়ে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন।
ভুক্তভোগীদের লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, পাওনা টাকা ফেরত চাইলে আসামী ও তার সহযোগীরা ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দেয়। একপর্যায়ে বাধ্য হয়ে ভুক্তভোগীরা ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ ও সাধারণ ডায়েরি দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শেষে আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত সাইদুর রহমানের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানা ছাড়াও মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানায় প্রতারণা ও অর্থ আত্মসাৎ সংক্রান্ত মামলা রয়েছে। এসব মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং প্রয়োজনে তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

