শনিবার, ২৭ জুলাই ২০২৪

|

শ্রাবণ ১১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

পাখি ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কিশোরের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:২৯, ২৭ মে ২০২৪

পাখি ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কিশোরের মৃত্যু

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাছ থেকে পাখি ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. মাসুম (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার রাত পৌনে আটটার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা যায়, মাসুম নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার কালি হাসান নগরের মো. কাইয়ুম মিয়ার ছেলে। দুই বোন তিন ভাইয়ের মধ্যে মাসুম ছিল তৃতীয়।

নিহত কিশোরের বাবা কাইয়ুম মিয়া জানান, মাসুম স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করত। আজ সন্ধ্যার আগে বাড়ির পাশে একটি কবরস্থানের গাছে পাখির বাসা থেকে পাখি ধরতে গিয়ে বিদ্যুতের তারের স্পর্শ লেগে অচেতন হয়ে পরে মাসুম। খবর পেয়ে দ্রুত তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান আমার ছেলে আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ওই কিশোরের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।’