সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪

|

ভাদ্র ২৪ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়ে পালিয়ে যাননি : রাজীব

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৩২, ৩ জুন ২০২৩

জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়ে পালিয়ে যাননি : রাজীব

মাসুকুল ইসলাম রাজীব

নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব বলেছেন, জিয়াউর রহমান অন্য নেতাদের মত স্বাধীনতার ডাক দিয়ে পালিয়ে যাননি৷ তিনি সম্মুখ সমরে যুদ্ধ করেছিলেন। আজ সারা দেশবাসী তার হাতে গড়া এ দলের দিকে তাকিয়ে আছে। আগামী দিনে যেকোন আন্দোলন সংগ্রামে আমরা ঐক্যবদ্ধ ভাবে মাঠে থাকবো।

শনিবার (৩ জুন) বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, জিয়াউর রহমান সম্পর্কে সবচেয়ে বড় বিষয়টি হল তিনি ছিলেন সততার সর্বোৎকৃষ্ট উদাহরণ। তার মত সৎ ব্যাক্তি এদেশের রাষ্ট্র ক্ষমতায় আর কখনও আসবে না। তাই তিনি আজও মানুষে অন্তরের অন্তস্তলে গেঁথে আছেন।