
ফাইল ছবি
নারায়ণগঞ্জে ঢাকঢোল পিটিয়ে মহানগর বিএনপির ইউনিট কমিটিগুলো গঠন করা হলেও চলমান আন্দোলনে মহানগর বিএনপির কোন ইউনিটের নেতাকর্মীদের মাঠে দেখা যায়নি। ২৮ অক্টোবরের পর মাঠে দেখা যায়নি এসকল কমিটির কোন শীর্ষ নেতাকে।
এর আগে ব্যাপক সমালোচনার মুখে নারায়ণগঞ্জ মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড কমিটি সম্মেলনের মাধ্যমে গঠন করা হয়। ছাদের ওপর, ঘরের ভেতরে সম্মেলন করে কমিটি ঘোষণা করায় সেসময় ব্যাপক সমালোচিত হয়েছিলেন মহানগর বিএনপির শীর্ষ নেতারা।
২৮ অক্টোবরের পর থেকে বিএনপির চলমান অবরোধ হরতালে মাঠে ছিলেন না এসকল ইউনিটের কোন নেতা। এদের প্রায় সকলেই গ্রেফতার হওয়ার ভয়ে আত্মগোপনে আছেন বলে জানা গেছে।
এর আগে অবরোধের শুরুর দিকে শহরের দিনব্যাপী ঝটিকা মিছিলের মধ্য দিয়ে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু মাঠ কিছুটা ধরে রাখলেও গ্রেফতার হওয়ার পর শহরে হরতাল কিংবা অবরোধের সমর্থনে বিএনপির কোন মিছিল দেখা যায়নি।