ফাইল ছবি
ঢাকায় বিএনপির ২৮ অক্টোবরের সমাবেশ পর থেকে নারায়ণগঞ্জে দেখা পাওয়া যায়নি জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের। সামান্য মিছিল করতেও মাঠে নামেনি সংগঠনটির নেতাকর্মীরা।
এর মধ্যে বুধবার (৬ ডিসেম্বর) থেকে চলছে বিএনপির ডাকা ১০ম দফায় অবরোধ কর্মসূচী। ১০ বার অবরোধের এ ডাকে ও হরতালের সময়ে একেবারে নিষ্ক্রিয় ছিল নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল।
তবে দলীয় একাধিক সুত্র জানায়, অন্ধকারে বা যেকোন খালি এলাকায় ছবি তুলে অবরোধের সমর্থনে রাজপথে নেমেছে বলে কেন্দ্রে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিভিন্ন সূত্রে ছবি ভিডিও পাঠিয়ে নিজেদের সক্রিয় দেখাচ্ছেন নেতারা। এতে করে ব্যক্তিগতভাবে দলীয় পদে থাকতে লাভবান হলেও কার্যত দল ও কর্মসূচীর কোন কাজে লাগেনি এসব ছবির রাজনীতি।
দলীয় সূত্রমতে, চূড়ান্ত আন্দোলনের মত সময়ের দলের নেতাকর্মীদের এহেন নিস্ক্রিয়তা দলের প্রতি নেতাদের চরম অবমাননা। ক্ষমতার আশায় সাধারণ কর্মসূচী পালন করে নিজেদের নেতা হিসেবে জাহির করা ব্যক্তিরা চূড়ান্ত আন্দোলনে লুকিয়ে থেকে কর্মীদের সাথে যোগাযোগ করবে না এমন নেতাদের ব্যাপারে ইতোমধ্যে সিদ্ধান্তের চিন্তা করলেও আরো কিছুদিন দেখছে দল।