শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

|

ভাদ্র ২৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে মহিলা দালের অবস্থান কর্মসূচী পালিত 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:২১, ১৫ আগস্ট ২০২৪

আড়াইহাজারে মহিলা দালের অবস্থান কর্মসূচী পালিত 

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছাত্র-জনতা উপর গুলি চালিয়ে গণহত্যাকারী হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবীতে অবস্থান কর্মসূচী পালন করেছে বাংলাদেশ জাতীয়তাদী মহিলা দল। 

বৃহস্পতিবার (১৫ আগস্ট) উপজেলার আশিক সুপার মার্কেটে রাজনৈতিক কার্যালয়ের সামনে এই কর্মসূচী পালিত হয়। এতে নেতৃত্বে দেন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার।  

পারভীন আক্তার বলেন, কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম কিংবা নৈরাজ্যের চেষ্টা মেনে নেয়া হবেনা। বিভিন্ন স্থানে ঘাপটি মেরে থাকা আওয়ামীলীগ ও ছাত্রলীগের এজেন্টরা এ ধরনের কর্মকান্ড করতে চেষ্টা করছে বলে আমরা শুনতে পাচ্ছি। এরকম কোথাও খবর পাওয়া গেলে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। 

তিনি আরও বলেন, আতংকিত নয় শান্তির বার্তা জনগণের নিকট পৌর্ছে দিতে আমরা কাজ করছি।

নেতাকর্মীদের উদ্দেশ্যে পারভীন আক্তার বলেন, কোন প্রকার অরাজকতা করা যাবেনা। আমরা এবার বুকের তাজা রক্ত দিয়ে দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি। কেউ ভাংচুর করে এই স্বাধীনতাকে নস্যাৎ করবেন-সেটা হতে দিবনা। এই সময় তিনি সকল হত্যাকারীদের বিচারের দাবী জানান। 

এ সময় উপস্থিত ছিলেন বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন অনু, ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা শহিদুল্লাহ মিয়া, বিএনপি নেতা সরোয়ারদী, জেলা জাসাসের সাধারণ সম্পাদক মাহবুব মোল্লা, সেচ্ছাসেবকদল নেতা রিয়াজুল কবির খোকনসহ হাজার হাজার নেতাকর্মী। 

পরে একটি বিশাল শোডাউন উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।