ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর এলাকায় লিফটের ফাঁকা জায়গা থেকে বিএনপি নেতা আনোয়ার হোসেন আনুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৬ আগস্ট) রাতে লাশ উদ্ধারের পর তার পরিবারের ৭ সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। নিহতের দেহে কোন আঘাতের চিহ্ন নেই।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম জানান, লাশ উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ৭ জনকে থানায় আনা হয়েছে। এটি স্বাভাবিক মৃত্যু না অন্যকিছু তদন্ত চলছে।