বুধবার, ০৯ অক্টোবর ২০২৪

|

আশ্বিন ২২ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আ.লীগের লগি বৈঠার আন্দোলনের মত টিপু ভাইয়ের ওপর হামলা হয় : রাজীব

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:০১, ১১ সেপ্টেম্বর ২০২৪

আ.লীগের লগি বৈঠার আন্দোলনের মত টিপু ভাইয়ের ওপর হামলা হয় : রাজীব

ফাইল ছবি

নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতা মাসুকুল ইসলাম রাজীব বলেছেন, বিএনপির নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে দীর্ঘ সময়জুড়ে। সেটারই পুনরাবৃত্তি দেখেছি আমরা টিপু ভাইয়ের ওপর হামলার সময়। ২৮ অক্টোবরের আওয়ামী লীগের লগি বৈঠার আন্দোলনের মত টিপু ভাইয়ের ওপর হামলা করেছে। এগুলো বিএনপির রাজনীতি নয়। যারা এ হামলার সাথে জড়িত তাদের কেউ বিএনপির সাথে সম্পৃক্ত নয়। তারা ওদের সাথে সম্পৃক্ত যাদের মানুষ গডফাদার হিসেবে আখ্যায়িত করেছিল তাদের কর্মী হিসেবে ওরা নিজেদের গর্বের সাথে পরিচয় দিতেন। জবাবটা এজন্যই দিতে হবে।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে বন্দরে টিপুর উপর হামলার প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সমাবেশে একথা বলেন তিনি।

তিনি বলেন, তারেক রহমান দেশকে পুনর্গঠনের জন্য জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এমন কোন কাজ করা যাবেনা যার ফলে বিএনপির ওপর কোন অপবাদ আসে।

যারা সত্যিকারের অপরাধী তাদের আইনের আওতায় আনুন। নয়ত এর দায়ভার আপনাদের নিতে হবে৷ বিগত সরকার পুলিশের যে খারাপ ইমেজ তৈরি করেছে আমরা সেটা মুছে দিতে চাই।

টিপু ভাই দলকে সংগঠিত করে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে সেচ্চার ছিলেন। সেকারণেই তার ওপর হামলা হয়েছে। এই বিচার জরুরি ভিত্তিতে করতে হবে।

এখন লুকিয়ে থাকার সুযোগ নেই। যারা গণহত্যায় সম্পৃক্ত তাদের অবিলম্বে আইনের আওতায় আনুন। স্বৈরাচারের দোসররা এখানও বিরাজমান। সব জায়গায় তাদের লোকজন রয়ে গেছে। 

তিনি বলেন, বাংলাদেশে যাই হচ্ছে সেটা বিএনপির ওপর চাপিয়ে দেয়া হচ্ছে। অনেকে বিএনপিকে নিয়ে লাফিয়ে লাফিয়ে কথা বলছে। বৈষম্যবিরোধী আন্দোলনে বিএনপির দুইশোরও বেশি নেতাকর্মী নিহত হয়েছে। আমরা বলিনি এর পেছনে আমাদের অবদান সবচেয়ে বেশি। আজ আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা হলে অনেকে মায়াকান্না দেখান। অনেকে আওয়ামী লীগের প্রতি দরদ দেখান। আমাদের উদ্দ্যেশ্য ও শেখ হাসিনার উদ্দেশ্য এক না।