মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

|

আষাঢ় ২৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ছাত্র হত্যাকারীদের ধরতে টিপুর আল্টিমেটাম 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:২৫, ২৮ অক্টোবর ২০২৪

ছাত্র হত্যাকারীদের ধরতে টিপুর আল্টিমেটাম 

আবু আল ইউসুফ খান টিপু

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, ৭২ ঘন্টার মধ্যে পাঁচ আগষ্টের আগে ও পরের হত্যাকান্ডের আসামীদের গ্রেফতার করতে হবে। যদি না করা হয়। আমরা তাদের ধরে নিয়ে আসবো।

সোমবার (২৮ অক্টোবর) শহরের মিশনপাড়া এলাকা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংক্ষিপ্ত সমাবেশে অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি বলেন, আমরা তারেক রহমানের নির্দেশে বিগত ১৬ বছর রাজপথে আন্দোলন সংগ্রামে ছিলাম। আমরা এখনও রাজপথে আছি। তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সফল হয়েছে বলে আপনারা প্রধান উপস্থিত ও উপদেষ্টা হয়েছেন। তারেক রহমানের মামলা প্রত্যাহার করা না হলে আপনাদেরও বিদায় করা হবে।

অনতিবিলম্বে তারেক রহমানের মামলা প্রত্যাহার করতে হবে। তারেক রহমানের অবিলম্বে স্বদেশ প্রত্যাবর্তন ঘটবে বলে আমি বিশ্বাস করি।