ফাইল ছবি
বাংলাদেশ আমজনগণ পার্টি (বিএজেপি) আগামী তিন মাসের জন্য রূপগঞ্জ থানার ২৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে।
সোমবার (৯ জুন) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিএজেপি’র নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক বশির আহমেদ এবং সদস্য সচিব আবু ইউসুফ এই কমিটির অনুমোদন দেন।
কমিটিতে এশিয়ান এইজের সাংবাদিক নুর আলমকে আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর সালামকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়।
এছাড়া নতুন এ কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন বি.এম.রিয়াজুল হক, রিয়াজ, মোঃআরিফ রহমান, সুমন বিশ্বাস, চন্দন বিশ্বাস। আরো রয়েছেন কাজল বিশ্বাস, পরশ আলী, মাসুম ভূঞা, নুরুজ্জামান সরদারসহ প্রমূখ।
উল্লেখ্য, কমিটি ঘোষণার পর নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক বশির আহমেদ পার্টির আহ্বায়ক ও সদস্য সচিবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে দলীয় নেতৃবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

