শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ২৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আমরা মানুষের ভাগ্যের উন্নতি ঘটাতে চাই : সাখাওয়াত 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৫৯, ২৬ জুন ২০২৫

আমরা মানুষের ভাগ্যের উন্নতি ঘটাতে চাই : সাখাওয়াত 

এডভোকেট সাখাওয়াত হোসেন খান

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, আমরা মানুষের ভাগ্যের উন্নতি ঘটাতে চাই। মানুষ যেন সরকারকে বোঝা মনে না করে। সে ধরনের সরকার আমরা গঠন করতে চাই। আমরা সেই সরকার চাই যারা দেশের কথা জনগণের কথা ভাববে।

বৃহস্পতিবার (২৬ জুন) নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সদস্য সংগ্রহ অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি বলেন, আমাদের চিন্তা হতে হবে জনগণ কেন্দ্রিক দেশ কেন্দ্রিক। আমাদের কারণে জনগণ যেন বিন্দুমাত্র কষ্ট না পায়। আমাদের নেতাকর্মীরা যেন আওয়ামী লীগের মত চাঁদাবাজি না করে, বাড়িঘর, ব্যাবসা প্রতিষ্ঠান দখল না করে সেটা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। 

আমরা মাইকিল করে বলেছি বিএনপির নামে যত বড় নেতাই হোক, চাঁদাবাজি, জমি দখল করলে তার স্থান বিএনপিতে নেই। তার স্থান কারাগারে। এবিষয়টি মাথায় রেখে আমরা চাই সকলে মিলেমিশে থাকতে। আমাদের মাঝে কোন কোন্দল থাকবে না। আমাদের মধ্যে কোন দলাদলি থাকবে না। আমরা বিএনপি করি, এটাই আমাদের বড় পরিচয়। আমরা বিএনপিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো।

শেখ মুজিব একটি সত্যি কথা বলেছিল, সবাই পায় সোনার খনি আমি পেয়েছি চোরের খনি৷ এই চোরের খনি দেশকে লুটেপুটে খেয়েছে। দেশের মানুষকে তারা তলাবিহীন ঝুড়িতে পরিনত করেছে। শেখ মুজিবের তলাবিহীন ঝুড়ি ঘুচিয়েছে জিয়াউর রহমান। 

সকল হত্যা গুম খুনের বিচার এই বাংলাদেশের মাটিতে হবে। আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা দিয়েছেন। কারণ আওয়ামী লীগ এ দেশকে বিকলাঙ্গ করে দিয়েছিল। বাংলাদেশে যেন সুষ্ঠু নির্বাচন হয় সেজন্য তারেক রহমান ৩১ দফা দিয়েছে। সেই ৩১ দফাই বাস্তবায়নের চেষ্টা করছে বর্তমান সরকার। যেটাকে তারা সংস্কার বলে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, আমরা সংস্কারকে অব্যাহত রাখবো।

আপনারা আওয়ামী লীগ নিবেন না। সাধারণ জনগণকে আপনারা সদস্য করবেন। আগে দেখবেন তারা কোন অপকর্মে জড়িত কী না। খোঁজ খবর নিবেন, অপকর্মে জড়িত লোকদের দলে নিবেন না।