রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ২৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে চোলাই মদসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১০:৩৯, ১৪ ডিসেম্বর ২০২৫

সিদ্ধিরগঞ্জে চোলাই মদসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার

ফাইল ছবি

সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ১৯ লিটার চোলাইমদসহ পাঁচজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (১২ ডিসেম্বর) দিবাগত রাতে আদমজী কদমতলী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলো- আর্য্য চাকমা (৩০), ইসকিরো চাকমা (২৭), নির্মল চাকমা (২৬), চিত্ত চাকমা (২৩) এবং রামু চাকমা (২৭)। তারা সবাই খাগড়াছড়ি জেলার দিঘীনালা থানার বাঘাইছড়ি গ্রামের বাসিন্দা এবং বর্তমানে উত্তর কদমতলী এলাকার মমিন মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মামুন খালাসী জানান, গোপন সংবাদের ভিত্তিতে আদমজী ৭নং ওয়ার্ডের উত্তর কদমতলী গ্যাস লাইন এলাকার মমিন মিয়ার ভাড়া বাসা থেকে মোট ১৯ লিটার তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৯ হাজার ৫০০ টাকা।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক নিশ্চিত করেন যে, গ্রেপ্তারকৃতরা এই এলাকায় চোলাইমদ তৈরি করে বিভিন্ন স্থানে বিক্রি করত। ধৃত আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।