ফাইল ছবি
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জামায়াতে ইসলামীর প্রাথীসহ তিন জনের মনোনয়ন স্থগিত ও চারজনের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। এ আসনে তিন জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ের কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এদের মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদসহ তিনজন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
এ আসনে স্বতন্ত্র প্রাথী ও সাবেক এমপি আতাউর রহমান খান আঙ্গুর, সিপিবি প্রার্থী হাফিজুল ইসলাম ও জামায়াতে ইসলামীর প্রার্থী ইলিয়াস মোল্লার মনোনয়ন স্থগিত করেছে নির্বাচন কমিশন। এছাড়াও এ আসনে চারজনের মনোনয়ন বাতিল করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা রায়হান কবির জানান, নারায়ণগঞ্জ-২ আসনে সকলের তিনজনের মনোনয়ন বৈধ ও চারজনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। এ আসনে তিনজনের মনোনয়ন স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া মনোনয়নগুলো পুনর্বিবেচনা করা হবে।

