ফাইল ছবি
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর হলফনামায় বাৎসরিক আয় ৪০ লক্ষ ২২ হাজার টাকা দেখানো হয়েছে। বিএনপির এই নেতার ঋণ রয়েছে ৯৪ কোটি ৩১ লক্ষ টাকা।
পেশায় ব্যাবসায়ী বিএনপি নেতা দিপু ভূঁইয়ার মোট স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমান ১০ কোটি ৫১ লক্ষ টাকা। এছাড়াও তার কাছে নগদ অর্থ রয়েছে ১৩ লক্ষ ৯৩ হাজার টাকা। এছাড়াও তার কাছে ২৫ ভরি স্বর্ণ রয়েছে।
দিপু ভূঁইয়ার বিরুদ্ধে বিগত সরকারের আমলে ২৮টি রাজনৈতিক মামলা দায়ের করা হয়েছিল। এসকল মামলার মূল ২৭টি মামলা প্রত্যাহার করা হয়েছে এবং একটি মামলা চলমান রয়েছে।

