বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬

|

পৌষ ২২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আনোয়ারের সম্পদ কোটি টাকার কাছাকাছি, নেই ঋণ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:২৩, ৩ জানুয়ারি ২০২৬

আনোয়ারের সম্পদ কোটি টাকার কাছাকাছি, নেই ঋণ

ফাইল ছবি

নারায়ণগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার হোসেন মোল্লার হলফনামা অনুযায়ী তার মোট সম্পদের পরিমাণ ৯৯ লক্ষ ৫৫ হাজার ৭৪৮ টাকা। পেশায় ব্যাবসায়ী হলেও কোন ব্যাংক ঋণ নেই এই জামায়াত নেতার। 

এর বাইরেও আনোয়ার মোল্লার স্ত্রীর মোট সম্পদের পরিমাণ ১ কোটি ২৩ লাখ ১২ হাজার টাকার। এছাড়াও আনোয়ারের কাছে ৭২ লক্ষ ৭৯ হাজার টাকা ও তার স্ত্রীর কাছে ৩৮ লক্ষ ৩০ হাজার টাকা নগদ রয়েছে। স্বামী ও স্ত্রীর ব্যাং জমা ৫ লক্ষ ৫৫ হাজার ও ৬ লক্ষ ৫৩ হাজার টাকা।

আনোয়ারের বার্ষিক আয়ের পরিমাণ ৬ লক্ষ টাকা। এছাড়াও আনোয়ারের স্ত্রীর ১৫ লক্ষ টাকার এফডিআর রয়েছে। এছাড়াও আনোয়ারের নামে ৮ বিঘা ১০ শতাংশ কৃষি জমি ৫ লক্ষ টাকা ও ৩১১ শতাংশ অকৃষি জমি যার মূল্য ১৫ লক্ষ ৮৫ হাজার টাকা রয়েছে। তার স্ত্রীর নামে ১৭৮ শতাংশ জমি যার মূল্য ১১ লক্ষ ৯৩ হাজার টাকা রয়েছে। 

এছাড়াও আনোয়ারের নামে একটি ও তার স্ত্রীর নামে ৪টি ফ্ল্যাট রয়েছে যার মূল্য ৩১ লক্ষ ৬১ হাজার টাকা। এছাড়াও তাদের দুজনের নামে ছয়টি দোকান রয়েছে যার মূল্য ৪৬ লক্ষ ৭৮ হাজার টাকা।