ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মনিরুল আলম সেন্টুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। এর আগে সেন্টুর বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে নানা নাটকীয়তা দেখা গেছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
এসময় সেন্টুর আবেদনের পরিপ্রেক্ষিতে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে বলে জানান তিনি। সেন্টুর প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়েছে।
এর আগে গত ১ জানুয়ারি মনিরুল আলম সেন্টুর বহিষ্কারাদেশ প্রথম দফায় প্রত্যাহার করে বিএনপি। পরবর্তীতে ২ জানুয়ারি সেন্টুর বহিষ্কারাদেশ পুনরায় বহাল থাকবে বলে এক বিজ্ঞপ্তিতে জানান রুহুল কবির রিজভী।

