বাহাদুর শাহ্ মোজাদ্দেদী
নারায়ণগঞ্জ-৫ আসনে ইলসামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী বাহাদুর শাহ্ মোজাদ্দেদী বলেছেন, নির্বাচন নিয়ে আমরা শঙ্কিত। জঙ্গীবাদীরা সেন্টার অস্ত্র নিয়ে দখল করে দেশ শাসনের ষড়যন্ত্র তারা করছে। একাত্তরের মত ওদের বিতাড়িত করতে হবে। এদেশের বাঙালির লাঠির সামনে তারা টিকতে পারবে না।
শুক্রবার (৩০ জানুয়ারি) জুমার নামাজের পরে শহরের নিতাইগঞ্জে গণসংযোগে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের ইসলামিক দলকে আপনারা নির্বাচিত করুন। আমরা এই স্বাধীনতা বিরোধীদের এবং যারা এদেশে লুটপাট করে তাদের প্রতিরোধে সুন্নী জনতাই যথেষ্ট। এদেশে শত শত মাজার ভেঙেছে জঙ্গীরা। এই জঙ্গীবাদীদের গডফাদার ইউনুস, এ কারণে তাদের বিচার করেনি।
কিছুদিন আগে দেখলাম স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে, যারা বৈষম্যবিরোধী আন্দোলন করেছে তাদের সাথে তার কথা হয়েছে যে বাংলাদেশের মধ্যে চারশ থানা লুটপাট করে সাড়ে সাত হাজার অস্ত্র লুট করেছে, তাদের সাথে আমার কথা হয়েছে, নির্বাচনে তারা এ অস্ত্র ব্যাবহার করবে না। এতে বুঝা যায় এই সাড়ে সাত হাজার অস্ত্র লুটের পেছনে স্বরাষ্ট্র উপদেষ্টার হাত রয়েছে। এর বিচার করা হবে।

