শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬

|

মাঘ ১৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

অর্থ লেনদেনে বিএনপি অশিক্ষিত প্রার্থীকে মনোনয়ন দিয়েছে : গিয়াসউদ্দিন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৩৪, ৩০ জানুয়ারি ২০২৬

অর্থ লেনদেনে বিএনপি অশিক্ষিত প্রার্থীকে মনোনয়ন দিয়েছে : গিয়াসউদ্দিন

মুহাম্মদ গিয়াসউদ্দিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ)আসনে অশিক্ষিত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে অর্থ লেনদেনের মাধ্যমে বিএনপি মনোনয়ন দিয়েছে বলে দাবি করেছেন স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াসউদ্দিন। 

বৃহস্পতিবার রাতে স্থানীয় একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সোনারগাঁ পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক শফিকুল ইসলাম নয়ন, সোনারগাঁ উপজেলা যুবদলের সাবেক আহবায়ক শহিদুর রহমান স্বপন, য্গ্মু আহবায়ক আশরাফুল ইসলাম আশরাফ প্রধান, সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জিয়াউল ইসলাম চয়ন, সনমান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রমজান সরকার প্রমুখ।

নারায়ণগঞ্জ বিএনপির সাবেক আহবায়ক ও সাংসদ গিয়াসউদ্দিন আরো বলেন, এ আসনে ৭ জন উচ্চ শিক্ষিত ও যোগ্য প্রার্থী বিএনপির মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু তাদের মনোনয়ন না দিয়ে দিয়েছেন মান্নানকে। এ আসনের জনগণ আসলেই র্দূভাগা। এমন একজন মানুষকে বিএনপি মনোনয়ন দিয়েছেন তিনি পার্লামেন্টে গিয়ে কি কাজ করবেন, কি কথা বলবেন সেটা নিজেই জানেন না। বক্তব্যে তিনি কথায় কথায় ভুল করেন। বাজেটের সময় অনেকগুলো উচু উচু বই দেওয়া হয়। পড়তে না পারলে তিনি স্থানীয় উন্নয়নে কিভাবে বাজেটে চাইবেন? কিভাবে আইন প্রণয়ন করবেন? এ আসনের জনগণকে আসন্ন নির্বাচনে যোগ্য প্রার্থীকে বেছে নিতে হবে।

তিনি আরো বলেন, আপনাদের মূল্যাবান ভোট বুঝে শুনে দেবেন। আপনাদের ভোটে নির্বাচিত হয়ে যদি বিএনপির এ অযোগ্য প্রার্থী সংসদে গিয়ে ভুলভাল কথা বলে তাহলে আমরা সংসদীয় আসনের মানুষ দেশবাসীর কাছে লজ্জিত হবো।  

তিনি আরো বলেন, বিএনপি আমাদের লোকজনকে বহিষ্কার করছে। এতে করে আমারই লাভ হচ্ছে। এতোদিন বহিষ্কার আতংঙ্কে লুকিয়ে ভয়ে ভোট চাইতেন। এখন র্নিভয়ে খোলামেলা আমার পক্ষে ভোট চাইতে পারছেন। এ জন্য ধন্যবাদ পাওয়ার দাবি রাখেন বিএনপি।