শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬

|

মাঘ ১৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে গণসংযোগে অঞ্জন দাস

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৪৪, ৩০ জানুয়ারি ২০২৬

সিদ্ধিরগঞ্জে গণসংযোগে অঞ্জন দাস

 অঞ্জন দাস

সিদ্ধিরগঞ্জের কদমতলী গ্যাসলাইন রোড এলাকায় নির্বাচনী গণসংযোগ ও প্রচারণা চালান গণসংহতি আন্দোলন মনোনীত মাথাল মার্কার প্রার্থী গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়কারী ও গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সহ-সভাপ্রধান অঞ্জন দাস।

গণসংযোগকালে অঞ্জন দাস স্থানীয় ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ, পথচারী ও সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জসহ পুরো নারায়ণগঞ্জ অঞ্চলের মানুষ নাগরিক সেবা থেকে বঞ্চিত। গ্যাস, পানি, ড্রেনেজ, রাস্তা, স্বাস্থ্য ও শিক্ষাখাতে চরম অব্যবস্থাপনা চলছে, অথচ জনপ্রতিনিধিরা জনগণের পাশে নেই।

তিনি আরও বলেন, “মাথাল মার্কা জনগণের লড়াইয়ের প্রতীক। এই প্রতীক ক্ষমতার রাজনীতি নয়, শোষণমুক্ত সমাজ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। যদি মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তবে আমি সংসদে ও রাজপথে জনগণের পক্ষে নির্ভীকভাবে কথা বলব।”