প্রতীকী ছবি
হাজীগঞ্জে অভিযান চালিয়ে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে ‘গ্রেপ্তার’ করেছে র্যাব-১১।
রোববার (১১ জানুয়ারি) সদর থানায় অভিযান চলাকালে হাজীগঞ্জ থেকে টিটু (৩৭) নামে ওই আসামিকে গ্রেপ্তার করা বলে জানায় র্যাব।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব আরও জানায়, টিটু (৩৭) ফতুল্লা মডেল থানার তল্লা সুপারীবাগ এলাকার হাসমতের পুত্র। সে এক হত্যা মামলার আসামি, যেখানে প্রাথমিক অনুসন্ধনে জানা যায় যে, হত্যার পর আসামি আইনশৃংখলা বাহিনীর নজরদারীর বাহিরে গ্রেপ্তার এড়াতে আত্মগোপন চলে যায়। পরে ঐ আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালত গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করলে তাকে অনুসন্ধান করে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আসামি টিটু(৩৭)’কে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়।