
ফাইল ছবি
নারায়ণগঞ্জে ঈদ উল আজহার তৃতীয় দিনে নারায়ণগঞ্জ শহরের বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ব্যাপক ভীড় দেখা গেছে।
সোমবার (৯ জুন) নারায়ণগঞ্জ শহরের সিটি পার্ক, এডভেঞ্চার ল্যান্ড পার্ক ও খানপুর এলাকা ঘুরে এ দৃশ্য দেখা গেছে।
এসময় বিনোদন কেন্দ্রগুলোতে পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে আসা মানুষের ভীড় দেখা গেছে। কেউ আবার বন্ধু বান্ধবের সাথে বাইরে খেতে এসেছেন। ছুটির সময় হওয়ায় অন্যান্য সময়ের চেয়ে এদিন বিনোদন কেন্দ্রে মানুষের ভিড় বেশি দেখা গেছে।
শহরের সিটি পার্কে বেড়াতে আসা আফজাল জানান, ঈদের সময় ছাড়া পরিবারকে সময় দেয়া হয় না। এখন ছুটি, কোন কাজ নেই। তাই মেয়েকে নিয়ে একটু ঘুরতে এসেছি।