
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাকির হোসেন
নারায়ণগঞ্জে মশক নিধন কার্যক্রম পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাকির হোসেন।
সোমবার (১৬ জুন) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৪ নং ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম পরিদর্শন করতে আসেন জাকির হোসেন।
এসময় মশক নিধন কার্যক্রমের অংশ হিসেবে দেওভোগ জিউস পুকুরে প্রায় ২০০টি ওয়েল বল প্রয়োগ করা হয়। এই পদক্ষেপ ডেঙ্গু, চিকুনগুনিয়া ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদ প্রকাশ করেন জাকির হোসেন।
এসময় তিনি বলেন, সকল নাগরিকের সহযোগিতায় একটি পরিচ্ছন্ন, সুস্থ ও মশকমুক্ত নারায়ণগঞ্জ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। মশক নিধন কার্যক্রমের সফল বাস্তবায়নের জন্য আপনাদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা একান্ত প্রয়োজন।
তিনি আরও বলেন, দয়া করে আপনার বাসা-বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন, কোথাও পানি জমে থাকতে দেবেন না, এবং নিজ দায়িত্বে মশক নিধনে সহায়তা করুন।
এসময় সিটি করপোরেশনের মশক নিধন সুপারভাইজার মোঃ ইদ্রিস মাহমুদ হৃদয়সহ মশক নিধন কর্মীরা উপস্থিত ছিলেন।