বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

|

মাঘ ১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দর প্রেসক্লাবের তিন শীর্ষ পদে অব্যাহতি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৪২, ১৫ জানুয়ারি ২০২৬

বন্দর প্রেসক্লাবের তিন শীর্ষ পদে অব্যাহতি

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী বন্দর প্রেসক্লাবের সভাপতি মো. আতাউর রহমান, সহ-সভাপতি দ্বীন ইসলাম দিপু এবং উপদেষ্টা জিএম মাসুদকে নিজ নিজ পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে কেন তাদের সদস্য পদ থেকেও স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে নোটিশ জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে বন্দর প্রেসক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ক্লাবের অনুদানের অর্থ সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন উপস্থাপন করা হয়। পাশাপাশি অধিকাংশ সদস্যের লিখিত অনাস্থা প্রস্তাবও আলোচনায় আসে।

তদন্ত কমিটির প্রতিবেদনকে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ হিসেবে মূল্যায়ন করে তা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়। প্রতিবেদনের বিশদ পর্যালোচনা শেষে সংগঠনের সর্বোত্তম স্বার্থ বিবেচনায় ভারপ্রাপ্ত সভাপতি, সাধারণ সম্পাদকসহ উপস্থিত সকল সদস্য একমত হয়ে অভিযুক্ত তিনজনকে পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেন বলে জানা যায়। 

এর আগে গত বৃহস্পতিবার (২ ডিসেম্বর) অনুষ্ঠিত এক সভায় সভাপতি মো. আতাউর রহমান ও অপর দুই নেতার উপস্থিতিতেই তাদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ নিয়ে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান সদস্যরা। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী তাদের নিজ নিজ পদ সাময়িকভাবে স্থগিত করা হয় এবং তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। একই সঙ্গে সিনিয়র সহ-সভাপতি মামুন মিয়াকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়।

জরুরি সভায় জানানো হয়, তদন্ত কমিটির প্রতিবেদনে সংগঠনের গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৩ এর ‘ঘ’ ও ‘ঙ’ এবং অনুচ্ছেদ ১১ এর ‘খ’ ও ‘ঘ’ ধারার লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে। এ প্রেক্ষিতে গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১১ এর ‘ঘ’ ধারা অনুযায়ী কেন তাদের সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

সভায় উপস্থিত সদস্যরা পুনর্ব্যক্ত করেন যে, প্রেসক্লাবের স্বার্থ রক্ষা সবসময় সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। সংগঠনের মর্যাদা ও সম্মান অক্ষুণ্ণ রাখতে সবাই ঐক্যবদ্ধ ও প্রতিশ্রুতিবদ্ধ বলে সভায় জানানো হয়।
সংগঠনের কার্যক্রম অব্যাহত ও কার্যকরভাবে পরিচালনা নিশ্চিত করার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সভা সূত্রে উল্লেখ করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে সংগঠনের উন্নয়নে সর্বোচ্চ পেশাদারিত্ব, দায়বদ্ধতা ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।