
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অটোরিক্সার ধাক্কায় জাবের নামে এক পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সকালে সিদ্ধিরগঞ্জের ৮ নং ওয়ার্ডের চেয়ারম্যান অফিস ক্যানেলপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু মোঃ জাবের (৫) সিদ্ধিরগঞ্জের দক্ষিণ ধনকুন্ডা এলাকার মোঃ জাহাঙ্গীরের ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, সকালে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। এঘটনায় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।