
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় দ্বীন ইসলাম (৪০) নামে এক যুবকের ঝুলন্ত মরাদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ফতুল্লা পশ্চিম দেলাপাড়াস্থ নিজ বাড়ির নির্মানধীন একটি রুম থেকে নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ। নিহত যুবক ফতুল্লা মডেল থানার পশ্চিম দেলপাড়ার মৃত আজিজের পুত্র।
নিহতের পরিবারের বরাত দিয়ে ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা (২) জানায়, নিহতের স্ত্রী পরকিয়া সম্পর্কে জড়িয়ে দেড় বছর পূর্বে পরকিয়া প্রেমিকের সাথে চলে যায়। তখন থেকে নিহত দ্বিন ইসলাম হতাশায় ভুগছিলেন। সোমবার সকাল সাড়ে এগারোটার দিকে নিহতের ছোট ভাই তাদের বাড়ির নির্মাণাধীন একটি ঘরের ভিতর দেখতে পায় ঘরের ছাদের আংটার সাথে গলায় ফাঁস লাগানো নিহতের ঝুলন্ত দেহ। পরে পুলিশ সংবাদ পেয়ে দুপুর দেড়টার দিকে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।