ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লার চাঁদমারি এলাকায় অভিযান চালিয়ে ২৪০ পুরিয়া হেরোইনসহ চার মাদকবিক্রেতাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) ফতুল্লা মডেল থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
এ সময় তাদের কাছ থেকে ২৪০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
আটকরা হলেন- মো. সজীব (৩২), মো. স্বপন মিয়া (৪৪), মো. রাজন খান (৩৫), মো. স্বপন মিয়া (২৪) ও আমিনুল ইসলাম (৬৫)।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।