ফাইল ছবি
নারায়ণগঞ্জ ফতুল্লায় ব্যাবসায়ী শিপনকে (৩০) কুপিয়ে নগদ তিন লাখ টাকা, স্বর্ণের আংন্টি ও মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
বুধবার (২৯ জানুয়ারি) ফতুল্লার দৌলতপুর শহিদ নগর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শিপন (৩০) দৌলতপুর এলাকার আব্দুল বাতেনের ছেলে।
আহতের মা কোহিনুর বেগম জানান, তার ছেলে পেশায় ব্যাবসায়ী। সে রাত পোনে ৮ টার দিকে নিউমার্কেট থেকে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফিরার পথে ফতুল্লা থানাধীন দৌলতপুর ব্রিজের অদুরে শহিদ নগর এলাকায় পৌছা মাত্র, স্থানীয় চিহ্নিত মাদক ব্যাবসায়ী সন্ত্রাসী ইব্রাহিম সহ ৫/৬ জন তাকে গতিরোধ পথরোধ করে, কুপিয়ে আহত করে, রাস্তার পাশে ফেলে দিয়ে তার সঙ্গে থাকা টাকার ব্যাগ ও তার হাতের স্বর্ণের আংন্টি ও তার মোটরসাইকেল টি নিয়ে যায়। তার ব্যাগে তিন লাখ টাকা ছিল বলে জানান তিনি। পরে সংবাদ পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক বলেন, গুরুতর আহত শিপন জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

