শনিবার, ২০ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

২৭টি পূজা মন্ডপে নিরাপত্তা চাঁদরে ঢাকা থাকবে

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৫:৪০, ২১ সেপ্টেম্বর ২০২২

২৭টি পূজা মন্ডপে নিরাপত্তা চাঁদরে ঢাকা থাকবে

মত বিনিময় সভা

আসন্ন শারদীয় দূর্গা পূজা /২০২২ উদযাপন উপলক্ষে বন্দরে আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বেলা আড়াই টায় বন্দর থানার অডিটরিয়ামে বন্দর থানা প্রশাসন উদ্যোগে বাংলাদেশ পূজা উদযাপন কমিটি বন্দর থানা শাখার নেতৃবৃন্দের সাথে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) শেখ বিল্লাল হোসেন শারদীয় শুভেচ্ছা জানিয়ে বলেন, দেবী আসবে আমাদের মাঝে আনন্দের বিষয় । আমরা আজ আপনাদের সাথে মিলিত হয়েছি আসন্ন দূর্গা উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য। আপনাদের পূজা করতে কোন প্রকার অসুবিধা হলে সাথে সাথে আমাকে অথবা আপনার থানার ওসিকে জানাবেন। 

বন্দর থানার অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা সভাপতিত্বে আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভায় এএসপি শেখ বিল্লাল হোসেন আরো বলেন, নামাজের সময় উচ্চস্বরে গান বাজনা পরিহার করতে হবে।  বন্দরে ২৭টি পূজামন্ডপ  নিরাপত্তা চাঁদুরে ডাকা থাকবে। প্রতিটি পূজামন্ডপ গুলোতে বারতি নজরদারি বাড়ানো থাকবে। আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে  প্রতিটি পূজা মন্ডপ গুলোতে সিসি ক্যামারা স্থাপনের জন্য পূজামন্ডপের সভাপতি ও সাধারন সম্পাদকদের র্নিদেশনা দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বন্দর থানা শাখার সাধারন সম্পাদক শ্রী শ্যামল চন্দ্র , শ্রী শী গোপীনাথ জিওর মন্দির পূজা মন্ডপ কমিটির সাধারন সম্পাদক তুলসী ঘোষ, বন্দর আমিন আবাসিক এলাকা সাবজনীন দূর্গা মন্দির কমিটির সভাপতি জুয়েল ঘোষ, শ্রী শ্রী শুভকরদী দূর্গা পূজা মন্দির সাধারন সম্পাদক শ্যামল অধিকারী প্রমুখ। মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন বন্দর বাজার শ্রী শ্রী সার্বজনীন দূর্গামন্দির কমিটির যুগ্ম সম্পাদক উজ্জল চন্দ্র দে, বন্দর বাবুপাড়া শ্রী শ্রী বৃন্দাবন চন্দ্রের মন্দির কমিটির যুগ্ম সম্পাদক প্রদীপ দাসসহ ২৭টি পূজামন্ডপ কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকগন উপস্থিত ছিলেন।