শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬

|

মাঘ ১৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে গুলিবর্ষণের ঘটনায় গ্রেপ্তার ১

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৪:৩৯, ৩১ জানুয়ারি ২০২৬

সোনারগাঁয়ে গুলিবর্ষণের ঘটনায় গ্রেপ্তার ১

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি বর্ষণ ও এলাকায় আতঙ্ক সৃষ্টির ঘটনায় মূল হোতা জিয়াকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

শনিবার (৩১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-১১।

গ্রেপ্তারকৃত আসামি মাইনুল ইসলাম জিয়া (২৫) ফতুল্লা থাবার ভেলাইল এলাকার মোজা মিয়ার ছেলে। এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল সাতটি টেটা, তিনটি চাপাতি এবং একটি গুলির খোসা উদ্ধার হয়।

এর আগে গত বুধবার ২৮ জানুয়ারি বিকেলে সোনারগাঁয়ের পাঁচানী এলাকায় নদীর পাড়ে আধিপত্য বিস্তার নিয়ে দুটি গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। উক্ত ঘটনায় মাহি ও জিয়া নামক দুই ব্যক্তিকে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি ছুড়তে দেখা যায়। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়। 

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।