বুধবার, ০৯ অক্টোবর ২০২৪

|

আশ্বিন ২৩ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ত্বকী হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার, ৬ দিনের রিমান্ডে 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:১৭, ১০ সেপ্টেম্বর ২০২৪

ত্বকী হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার, ৬ দিনের রিমান্ডে 

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আলোচিত ত্বকী হত্যা মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাদের ৬ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালতে গ্রেপ্তারকৃত কাজলের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। 

এর আগে সোমবার (৯ সেপ্টেম্বর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রহমানের আদালত গ্রেপ্তারকৃত মামুন ও শাওনের ৬ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-১১।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ জানান, আগের দুই এজাহারনামীয় আসামির জবানবন্দিতে এদের নাম উঠে এসেছিল। তাদেরকে র‍্যাব গ্রেপ্তার করেছে। তিন আসামিকে দুই দফায় দুই আদালতে ৬ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।