শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

|

অগ্রাহায়ণ ২৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান তিতাসের

প্রকাশিত: ১৭:৫০, ২৭ নভেম্বর ২০২৪

আপডেট: ১৭:৫০, ২৭ নভেম্বর ২০২৪

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান তিতাসের

সংগৃহীত

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে সংশ্লিষ্ট এলাকায় অভিযান চালাচ্ছে তিতাস গ্যাস।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সংস্থাটির জনসংযোগ শাখার ব্যবস্থাপক মো. আল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে তিতাস গ্যাসের আওতাধীন কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুর, ধানমন্ডি, মিরপুর, গুলশান, ময়মনসিংহ, মেঘনাঘাট ও নরসংদী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং কোম্পানির জনবল দ্বারা অভিযান পরিচালনা করা হচ্ছে। গত ১৩ নভেম্বর ২০২৪ তারিখে সাভার, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ০৫টি শিল্প, ০৩টি ক্যাপটিভ ও ৭২৫টি আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এতে আরও বলা হয় সেপ্টেম্বর- ২০২৪ হতে ১৩ নভেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ১০৪টি শিল্প, ৬১টি বাণিজ্যিক ও ৭৯৮৮টি আবাসিকসহ মোট ৮,১৫৩টি অবৈধ গ্যাস সংযোগ ও ২২,২০২টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। ওই অবৈধ সংযোগ বিচ্ছিন্নের ফলে দৈনিক ৫৮,৪৯,০৬৯ ঘনফুট গ্যাস সাশ্রয় হয়েছে, যার মূল্য প্রায় ২৬.৬০ লাখ টাকা। এ ছাড়া, ওই অভিযানসমূহে ৪৯ কিলোমিটার পাইপ লাইন অপসারণ করা হয়েছে।