বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

|

আষাঢ় ৩১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে সৎ মাকে হত্যা, দুই ছেলে গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৫৭, ১৬ জুলাই ২০২৫

সিদ্ধিরগঞ্জে সৎ মাকে হত্যা, দুই ছেলে গ্রেপ্তার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সৎ মাকে হত্যার অভিযোগে দুই ছেলেকে মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

বুধবার (১৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-১১।

গ্রেপ্তারকৃতরা হলেন সিদ্ধিরগঞ্জের পশ্চিম কলাবাগ এলাকার জহিরুল ইসলাম (৩৫) ও নজরুল ইসলাম (৩২)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী পেশায় একজন অটো মিশুক চালাক। গ্রেফতারকৃত আসামি ২ জন সম্পর্কে বাদীর সৎ ভাই হয়। বাদীর সাথে বিবাদীদের পৈত্রিক সম্পত্তি ও পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়া বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধের জের ধরে প্রায় সময়ই বিবাদীরা বাদীর সহিত ঝগড়া বিবাদ করতো। তাদের মধ্যকার বিরোধটি স্থানীয় জনপ্রতিনিধি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ একাধিকবার আপোষ মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়। 

একপর্যায়ে গত ১৪ জুলাই সকালে সিদ্ধিরগঞ্জ থানাধীন পশ্চিম কলাবাগ (সাইলো গেইট) সাকিনস্থ বাদী বিবাদীর বসত বাড়ীতে বাদী ও বাদীর মা মোছাঃ দিনু বেগম (৬০) অবস্থানকালে পূর্ব বিরোধের জের ধরে গ্রেফতারকৃত আসামিরা বসত বাড়ীর উঠানে এসে কোন অজুহাত ছাড়াই অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তখন বাদীর মা আগাইয়া গিয়া বিবাদীদের গালিগালাজ করতে নিষেধ করলে, বিবাদীরা একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মোছাঃ দিনু বেগমকে এলোপাথারীভাবে কিলঘুষি ও চর-থাপ্পর মারতে থাকে। তারপর বাদী চিল্লাপাল্লার শব্দ পেয়ে এগিয়ে গেলে দেখতে পান যে, বিবাদীরা তার মাকে উঠানে ফেলে বুকে লাথি মারছে। বিবাদীদের আঘাতে ফলে বাদীর মায়ের মুখ দিয়া রক্ত বাহির হতে থাকে ও শারীরিক অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। তখন বাদী ও স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে প্রথমে ৩০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়া গেলে কর্তব্যরত চিকিৎসক শরীরিক অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষনিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেই মোতাবেক ভিকটিমের উন্নত চিকিৎসার জন্য একই তারিখ সময় দুপুর অনুমান ০১.০০ ঘটিকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে মোছাঃ দিনু বেগম মৃত্যু বরণ করেন।

গ্রেফতারকৃত আসামীদের সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।