
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় মোঃ আনোয়ার হোসেন (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।
রোববার (২৪ আগষ্ট) ফতুল্লার মাসদাইর পাকারপুল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন (২৫) শেরপুর জেলার সদর থানার মোঃ মেহের আলীর ছেলে।
পরিবারের সদস্যরা জানায়, আনোয়ার একটি গার্মেন্টস প্রতিষ্ঠানে চাকরি করতো এবং সপরিবারে একই বাসায় থাকত। রোববার সকালে ঘুম থেকে না উঠায় তার ভাই রাসেল আনোয়ারকে ঘুম থেকে জাগানোর জন্য রুমের দরজায় কড়া নাড়ে। এসময় ডাকে সাড়া না দেওয়ায় সন্দেহ হলে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের ডাকেন তিনি। এসময় জানালার ফাঁকা অংশ তারা দিয়ে দেখতে পান আনোয়ার ঘরের চালের অ্যাঙ্গেলের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
এবিষয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।