
ফাইল ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাজের ছেলেকে হত্যার ঘটনায় দুইজনকে যাবজ্জীবন সাজা, পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (৩১ আগষ্ট) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- বরিশাল জেলার বানারীপাড়া থানার আবু আফতাব স্বপন ও সবুজ বাইন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মোঃ কাইয়ুম খান জানান, সিদ্ধিরগঞ্জ থানার মামলা নম্বর-২৯১২১৯ এর বিচার শেষে দুই আসামিকে যাবজ্জীবন, ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
তিনি আরও জানান, ঢাকা থেকে ছোট কাজের ছেলে এনেছিল তারা। পরবর্তীতে সিদ্ধিরগঞ্জে সেই ছেলেটির লাশ উদ্ধার করে পুলিশ