মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

|

ভাদ্র ১৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অটোচালকের মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:১৯, ১ সেপ্টেম্বর ২০২৫

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অটোচালকের মৃত্যু 

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় একজন অটোচালক নিহত হয়েছেন।

সোমবার (১ সেপ্টেম্বর) সকাল নয়টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দশতলা সংলগ্ন বেঙ্গলের মোড় এলাকার ঢাকাগামী মেইন লেনে এ ঘটনা ঘটে। 

নিহত অটোচালক হলেন শরিয়তপুর জেলার সখিপুর থানার আব্দুল ওকিলের ছেলে মোঃ আব্দুল কুদ্দুস।

স্থানীয়রা জানান, সকালে ঢাকাগামী মেইন লেনে অজ্ঞাত একটি গাড়ি অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের পরিদর্শক  মোঃ জুলহাস উদ্দিন জানান, হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অটোরিকশা চালকের মরদহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। দুর্ঘটনায় কবলিত অটোরিক্সাটিও পুলিশ হেফাজতে আছে।