রোববার, ১১ জানুয়ারি ২০২৬

|

পৌষ ২৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে একদিনে মাদক ও বিভিন্ন মামলায় ১৩ জন গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৪২, ১১ জানুয়ারি ২০২৬

সিদ্ধিরগঞ্জে একদিনে মাদক ও বিভিন্ন মামলায় ১৩ জন গ্রেপ্তার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় একদিনে পরিচালিত অভিযানে মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১১ জানুয়ারি) সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করে

পুলিশ জানায়, প্রথম অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরও তিনজনকে আটক করা হয়। এসব ঘটনায় পৃথক নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে, অভিযানের অংশ হিসেবে ধর্ষণের চেষ্টা মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি পূর্বের একটি চুরির মামলায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

এদিন আদালতের সিআর পরোয়ানাভুক্ত দুইজন এবং জিআর পরোয়ানাভুক্ত তিনজন আসামিকেও গ্রেপ্তার করে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল বারিক জানান, গ্রেপ্তারকৃত মোট ১৩ জন আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।