মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

|

চৈত্র ৫ ১৪২৯

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে জনতা কর্তৃক ক্ষুরসহ জিসান আটক

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৪:৫১, ৩ ফেব্রুয়ারি ২০২৩

বন্দরে জনতা কর্তৃক ক্ষুরসহ জিসান আটক

প্রতীকী ছবি

বন্দরে ছিনতাইকারি সন্দেহে ২টি ধারালো ক্ষুরসহ জিসান (২৪) নামে এক যুবককে আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয় জনতা। গত বুধবার (১ ফেব্রুয়ারী) গভীর রাতে বন্দর থানার নবীগঞ্জ রেললাইন এলাকা থেকে ওই যুবককে আটক করে পুলিশে সোর্পদ করা হয়। আটককৃত যুবক জিসান বন্দর থানার ২৪ নং ওয়ার্ডের কাইতাখালি এলাকার মৃত আলী হোসেন মিয়ার ছেলে। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে জিসান ছিনতাইয়ের প্রস্তুতি সময় স্থানীয় জনতা ২টি ধারালো ক্ষুরসহ তাকে হাতেনাতে     আটক করে ওই রাতেই পুলিশে সোর্পদ করে। গ্রেপ্তারকৃত জিসানকে বন্দর থানার মিনারবাড়ী  এলাকায় পল্লী বিদুৎত এর ট্রেন্সফর্মা চুরি ৩২(১)২৩ নং মামলায় বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।